পেগাসাস ইস্যুতে এদিন রাজ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস


সোমবার,২৬/০৭/২০২১
634

কেন্দ্রের ডাকা কৃষি আইন এবং পেগাসাস ইস্যুতে এদিন রাজ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। এদিন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস সমর্থক রা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি কৃষি আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে তারা আইন বলেই তারা এদিন বলেছেন। পাশাপাশি তারা জানিয়েছেন এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। সেইসঙ্গে পেগাসাস তারা তুলে ধরেছেন তারা জানিয়েছেন এই পেগাসাস ইস্যুতে একের পর এক রাজনৈতিক নেতা সাংবাদিক বন্ধুরা জর্জরিত আড়িপেতে ফোনে। স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় সেই কারণে পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে দিন নরেন্দ্র মোদি হাটাও দেশ বাঁচাও এই শ্লোগান দিতে শুরু করেন কংগ্রেস সমর্থক রা। অন্যদিকে এ দিন সংসদে রাহুল গান্ধী নিজেও ট্রাক্টর চালিয়ে কৃষি আইনের প্রতিবাদ করেন তিনি নিজে ট্রাক্টর চালিয়ে সংসদে যান তিনি জানান এই কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে তার প্রতিচ্ছবি এদিন ধরা পড়ল কলকাতা রাজ ভবন এর সামনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট