উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবার পর থেকেই যারা এবারের পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদের মধ্যে বেশকিছু জন ছাত্র-ছাত্রী শহর কলকাতা এবং জেলায় বিক্ষোভ রাস্তায় বসে পড়ছেন। সোমবারও এদিন নাকতলা আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ ছাত্রীরা অকৃতকার্য হয়েছে তারা এ দিন রাস্তায় বসে পড়েন। বাসধনি থানার পুলিশ তাদের অবরোধ তুলে দেন পরবর্তী সময়ে তারা আবারও রাস্তা অবরোধ করে ধরনায় বসে। তাদের দাবি তাদের যেন পাশ করিয়ে দেওয়া হয়। ওই স্কুলের 116 জন ছাত্রী ছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মধ্যে 26 জন ছাত্রী এবং অকৃতকার্য হয়েছে, তারাই এ দিন এবং তাদের অভিভাবকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করে দিয়েছেন।
পরীক্ষায় অকৃতকার্য, রাস্তায় বসে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
সোমবার,২৬/০৭/২০২১
780