রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গ। শুক্রবার দেখা করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গিয়ে দেখা করেন স্পিকার। রাজভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, দুটি সা়ংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের মধ্যে যা যা কথা হওয়া উচিত তাই হয়েছে। দুটো প্রতিষ্ঠানের মর্যাদা কিভাবে বজায় রাখা যায়।আমাদের বিধানসভা পরিচালনা ক্ষেত্রে যে রুলস আছে তা নিয়ে আলোচনা ,এছাড়া কিছু না।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ স্পিকারের
শুক্রবার,২৩/০৭/২০২১
777