গণ পরিবহনে মহিলা ও ট্রান্সজেন্ডারদের নিরাপত্তার প্রশ্নে একাধিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্যের পরিকল্পনা ও অবস্থান জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত জনস্বার্থ মামলায় একাধিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হয়। গণ পরিবহনে মহিলা ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে একাধিক নির্দেশ দেন বিচারপতিদ্বয়।
একনজরে:
গণপরিবহনে সিসিটিভি ক্যামেরার ব্যবহার
মহিলাদের জন্য বিশেষ হেল্প লাইন
ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ হেল্পলাইন
বাসের ভিতরে ও বাইরে সহজেই তা যেন দৃশ্যমান হয়।
কেন্দ্রের অতরিক্ত সলিসিটর জেনারেল ও
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে গণপরিবহনে মেয়েদের ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে পরিকল্পনা ও অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় আগামী ১২ অাগষ্টের মধ্যে অবস্থান জানাবে কেন্দ্র ও রাজ্য। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গণপরিবহনে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সবার আগে সমাজের মানসিকতার বদল ঘটাতে হবে। প্রয়োজনে স্কুল থেকেই মানসিকতার তৈরির উদ্যোগ তৈরী করতে হবে।
পরিবহনে নারী সুরক্ষায় নির্দেশ হাইকোর্টের
শুক্রবার,২৩/০৭/২০২১
650