ভুয়ো টিকাকরণ কাণ্ডের পর পশ্চিমবঙ্গ সরকার এবার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ব্যাপারে নতুন গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা স্থির করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে। নতুন নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ থাকবে। ভুয়ো টিকা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর শনিবারই স্বাস্থ্য ভবন, মান্য কার্যবিধি ঘোষণা করে। যাতে বলা হয়, বেসরকারি উদ্যোগে কোভিড টিকাকরণ শিবির করতে হলে স্বাস্থ্য দপ্তরের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
টিকাকরণ শিবির আয়োজনের ব্যাপারে নতুন গাইডলাইন
সোমবার,২৮/০৬/২০২১
794