শিয়ালদহ ডিভিশনে আজ থেকে বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেন


রবিবার,২৭/০৬/২০২১
852

আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা। করোনা অতিমারিতে ট্রেন যাত্রা সুগম করতে বড় সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়ালো পূর্ব রেল। আজ অন্যদিনের তুলনায় ৪০টি বেশি ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে এমনটা রেল সূত্রে খবর। আজ মোট ট্রেন চলবে প্রায় ২৯০টি। আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। ওই দিন থেকে আরও ৬০ অতিরিক্ত ট্রেন চলবে ওই ডিভিশনে। সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা হবে প্রায় সাড়ে তিনশোটি। অতিমারিতে অফস যাত্রীদের সুবিধা করার জন্যই পূর্ব রেলের তরফে এই ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে যাতে ভিড় কম হয় ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া এমনটা সূত্রের খবর। ট্রেন চালানোর দাবিতে ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ, অবরোধ শুরু হয়েছে। রুটি-রুজিতে টান পড়ায় পুরোদমে ট্রেনের উপর নির্ভরশীল একটা অংশ প্রবল বিক্ষোভ শুরু করেছেন। সরকারের কাছে অবিলম্বে ট্রেন চালু আবেদন করেছেন তাঁরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাফ জানিয়ে দিয়েছেন, অতিমারিত পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্যে এখনই ট্রেন চালু হচ্ছে না। এই পরিস্থিতিতে বিক্ষোভের আশঙ্কায় ট্রেন শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনের নিরাপত্তা বেড়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট