কসবা কান্ডে কেউ ছাড় পাবে না: ফিরহাদ


শনিবার,২৬/০৬/২০২১
1462

কসবা দেবাঞ্জন কান্ডে কেউ ছাড় পাবে না। সিট গঠন করে তদন্ত চলছে। মিউনিসিপাল কমিশনার এফআইআর করেছে। আমরা এখনো দেখছি কি কি নথি জাল হয়েছে। কিভাবে একাউন্ট খুললো ব্যাংক সেটা নিয়েও ব্যাংকের এগেইনস্টেও আমরা কেস করব। কর্পোরেশনের ভেতরের কেউ নয়। বিভাগীয় দুর্নীতি নয় তাই বিভাগীয় তদন্ত কেনো হবে? পুলিশ তদন্ত করছে। বিভাগের ভিতরে কেউ জড়িত থাকলে তা বেরিয়ে আসবে। কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা থেকে অর্ডার পেতে গেলে একটা ওয়ার্ক অর্ডার দেয় ঠিকাদার কে। সেই অর্ডার থাকলে দেখাক। তবেই সে কাজ শুরু হয়। যদি কোনো অর্ডার হয়ে থাকে তাহলে সেই অফিসারকে আমি সাসপেন্ড করবো। ভ্যাকসিন নিতে হলে কলকাতা পুরসভার সমস্ত সেন্টার আছে এবং সরকারি হাসপাতালে সেন্টার হয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন।

এছাড়া যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলোর নাম নথিভুক্ত রয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন। যে কোন ক্যাম্প থেকে নয়। তালতলার ফলক নিয়ে ফিরহাদ বলেন: কর্পোরেশনের কোনো ওয়ার্ক অর্ডার নেই। হাজারো ফলক রয়েছে। আমি জানি না কে ফলক লাগিয়েছে। আমাদের জিজ্ঞেসা করে লাগায়নি। সিট গঠন হয়েছে। দোষীরা শাস্তি পাবে। বাংলায় বিচার হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হন ফিরহাদ হাকিম। তিনি বলেন, শুভেন্দুর খেয়ে দেয়ে কাজ নেই তাই এসব করছে। বাংলায় বিচার হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু হয়েছে সিট গঠন হয়েছে। নীরব মোদির নরেন্দ্র মোদির ছবি নিয়ে কে তদন্ত করবে? যদি কসবা নিয়ে সিবিআইয়ের কথা বলে তাহলে নরেন্দ্র মোদি-নীরব মোদিকে নিয়ে তদন্ত কী আন্তর্জাতিক আদালতে হবে?

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট