কোভিড পরিস্থিতিতে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একধিক শ্যুটিং বন্ধ রয়েছে। পরিস্থিতি কী ভাবে কাটানো যায় তা নিয়ে বৈঠক করলেন টালিগঞ্জ উন্নয়ন পরিষদের সদস্যরা। ছিলেন ফেডারেশন কর্মকর্তা ও আর্টিস্ট ফোরাম সদস্যরা। মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডেরেশনের অন্যতম কর্তা স্বরূপ বিশ্বাস, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত সহ অন্যান্যরা আলোচনা করেন কী ভাবে পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। এই নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন অভিনেতা পরমব্রত। রাজ চক্রবর্তী বলেন আগামী দিনে আমরা কিভাবে কাজ করব তার গাইড লাইন তৈরি করার জন্যই এদিনের এই বৈঠক ছিল। বর্তমান কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠে টালিগঞ্জ আবার আগের জায়গায় ফিরে আসবে বলে প্রত্যাশা করেন তারা।
কোভিড পরিস্থিতিতে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একধিক শ্যুটিং বন্ধ
শুক্রবার,২৫/০৬/২০২১
4816