তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে দল থেকেই নেতা-নেত্রীরা দলবদল করুক না কেন তাদের সদস্যপদ খারিজ দাবি জানালেন সুজন চক্রবর্তী। যদি এইটা মানা না হয় তাহলে আদালতের পথ খোলা আছে। এমনটাই বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এছাড়াও তিনি বলেছেন, কসবা ঘটনা দুর্ভাগ্যজনক। ক্ষমতাশালী আর প্রভাবশালী রাজ্যের মন্ত্রী বিধায়ক সাংসদ সবাইকে দেখা যাচ্ছে। কারোর অনুপ্রেরণায় হঠাৎই তিনি ক্ষমতাশালী হয়ে গেলেন। গণতন্ত্রে অন্যায় এর থেকে বেশি কিছু হতে পারে না। মানুষের সর্বনাশের জন্যে এই সরকারের দায় কতটা সরকার বুঝুক। রাজ্যপাল এবং বিধানসভার স্পিকার দুজনই সাংবিধানিক পদে রয়েছেন। রাজ্যপাল একটি দলের হয়ে কখনো মুখপাত্র হতে পারেন না। মর্যাদা রক্ষা করার জন্য সবার যোগ্যতা থাকা প্রয়োজন। রাজ্যপাল দলের কর্মী হয়ে ঘুরে বেড়াবে সেটা কখনোই শোভা পায় না।
সদস্যপদ খারিজ দাবি জানালেন সুজন চক্রবর্তী
শুক্রবার,২৫/০৬/২০২১
1114