মেট্রোয় বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা


শুক্রবার,২৫/০৬/২০২১
636

মেট্রোয় বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। একসঙ্গে ২২টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে চালানো হচ্ছে ৪০টি মেট্রো। সোমবার অর্থাৎ ২৮ জুন থেকে যা বেড়ে হবে ৬২টি। স্টাফ স্পেশাল মেট্রো সংখ্যা বাড়ানোর জেরে অফিস টাইমে ১১ থেকে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলেই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এই মুহূর্তে ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করছে। সোমবার (২৮ জুন), ৪০টি থেকে বেড়ে ৬২ টি স্টাফ স্পেশাল মেট্রো চলা শুরু করবে। অফিস টাইমে ১৫ মিনিট থেকে কমে দুই মেট্রোর ব্যবধান হবে ১২ মিনিট। সকাল ৯টার বদলে সাড়ে ৮টায় দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হবে। সন্ধে ৬টার বদলে সন্ধে সাড়ে ৬টা টায় দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো। বর্তমানে সকাল ৯টা থেকে পথচলা শুরু করে মেট্রো। বদলে সোমবার থেকে সকাল সাড়ে ৮টায় দুই প্রান্তিক স্টেশন থেকে চালু হবে মেট্রো পরিষেবা। পাশাপাশি সন্ধে ৬টা থেকে বাড়িয়ে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় বাড়িয়ে সন্ধে সাড়ে ৬ টা করা হচ্ছে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র রেলকর্মীরাই নয়, এমার্জেন্সি বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও স্টাফ স্পেশাল মেট্রোয় যাতায়াত করতে পারবেন। আপদকালীন বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে চড়তে পারবেন স্টাফ স্পেশাল মেট্রোয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট