বেহালার জমা জল সরতে দেরি হওয়ায় রেলের গড়িমসিকেই দায়ী করেছেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি মঙ্গলবার বলেছিলেন, রেলকে বারংবার বলা সত্বেও মনিখালের ওপর রেল সেতুর জায়গাটা চওড়া করছে না। সে কারনেই নিজস্ব গতিতে জল বেরোতে পাচ্ছে না। বুধবার ওই এলাকা পরিদর্শন করলেন ফিরহাদ।
জল সরতে দেরি হওয়ায় রেলের গড়িমসিকেই দায়ী করেছেন কলকাতা পুরসভা
বুধবার,২৩/০৬/২০২১
2026