আবার বাঘের আতঙ্ক হুগলিতে। উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মাখলার সারদাপল্লি, বজরঙবলি মন্দির এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অনেকটা বাঘের মত দেখতে মোবাইলে তোলা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ওই এলাকায়। একটি জন্তু, যার গায়ে গোল চাকা চাকা দাগ রয়েছে, লোকালয়ে ঘোরাফেরা করছে। এটি চিতাবাঘের মত দেখতে বলে কেউ কেউ মনে করছেন। তবে আসলে জন্তুটি কী তা নিয়ে কারোরই ধারনা স্পষ্ট নয়।স্থানীয় পুরপ্রশাসনকে ঘটনাটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়ার পুরপ্রশাসক দিলীপ যাদব বলেন বাসিন্দাদের অনুরোধ করবো আতঙ্কিত না হওয়ার জন্য। বন দফতরকে খবর দেওয়া হয়েছে।
আবার বাঘের আতঙ্ক হুগলিতে
বুধবার,২৩/০৬/২০২১
1513