কলকাতার সমস্ত পাম্পিং স্টেশন গুলিতে বসতে চলেছে সিসিটিভি। এবং পাম্প হাউজ গুলিতে প্রতিদিন কর্মচারীদের হাজিরার রেকর্ড রাখার জন্য বসতে চলেছে থাম ইম্প্রেশন মেশিন। এই সিসিটিভির মাধ্যমে প্রতিটি পাম্প আছে কতগুলি পাম্প চলছে কতক্ষণ ধরে চলছে কোনগুলো বন্ধ রয়েছে কোনগুলি খারাপ হওয়ার কারণে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে এবং কোথায় কোথায় ময়লা জমে রয়েছে এ সমস্ত কিছু কলকাতা পুরসভার সদর দপ্তরে বসে নিকাশি বিভাগের তা প্রতিমুহূর্তে মনিটরিং করতে পারবেন। অতিরিক্ত পামসেট গুলি চালানোর ক্ষেত্রে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখার উদ্দেশ্যে,,, সি ই এস ই এর সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
কলকাতার সমস্ত পাম্পিং স্টেশন গুলিতে বসতে চলেছে সিসিটিভি
বুধবার,২৩/০৬/২০২১
1106