আজ ২১শে জুন, আন্তর্জাতিক যোগদিবস (International Yoga Day)। এবারের যোগদিবসের মূল ভাবনা হ’লো- ‘সুস্থতার জন্য যোগ’। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ মালদা বিজেপি পার্টি অফিসে যোগ শিবিরে অংশগ্রহণ করেন। তিনি জানান ,বিশ্ব মানবতাকে সুস্থ সবল রাখার জন্য যোগ একটি ভালো মাধ্যম।ভারতবর্ষে ঋষি মুনি রা এই যোগ বিদ্যা শিখিয়েছেন। আধুনিক জীবনের জটিলতা শারীরিক মানসিক থেকে মুক্তির জন্য যোগ একটি ভালো মাধ্যম। তিনি বলেন সবাই যোগ করুন করুন ,সুস্থ থাকুন।
মালদা বিজেপি পার্টি অফিসে যোগ শিবিরে দিলীপ ঘোষ
সোমবার,২১/০৬/২০২১
1176