জলপাইগুড়ি পুরসভার ৬টি ওয়ার্ড সহ ৪টি বাজারকে হটস্পট ঘোষনা করেছে জেলা এবং পুরপ্রশাসন। শনিবার শহরের দিনবাজার পরিদর্শন করার পরে সবজি বাজার, মাছ বাজার এবং ফলের বাজার কে পৃথক করে দেওয়া হয়েছে। পাশাপাশি সকাল ১১টার পরে সবজি বাজার যাতে কোন অবস্থাতেই খোলা রাখা না হয় সেই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল থেকে বেগুনটারি এলাকায়,সব্জী ব্যবসায়ীদের বসার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি ফল ব্যবসায়ীদের বর্তমান জায়গা থেকে সরে গিয়ে দিনবাজারের ধর্মশালা এলাকায় বসতে বলা হয়েছে। এতে ভীড় কিছুটা কম হবে বলে আশা করছে প্রশাসন।
৪টি বাজারকে হটস্পট ঘোষনা করেছে জেলা এবং পুরপ্রশাসন
রবিবার,২০/০৬/২০২১
619