একটানা চলা বৃষ্টিতে হুগলী জেলায় দামোদর নদের জল বিপদ সীমার উপর


রবিবার,২০/০৬/২০২১
603

একটানা তিন দিন ধরে চলা বৃষ্টিতে হুগলী জেলায় দামোদর নদের জল প্রাথমিক পর্যায়ে বিপদ সীমার উপর দিয়ে বইছে।এর মধ্যে ডিভিসি জল ছাড়ায় আরামবাগ মহকুমা প্লাবিত হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। প্রশাসনের পক্ষ থেকে নীচু এলাকায় বসবাসকারী মানুষদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ সব রকম আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আরামবাগের মহকুমা শাসক নৃপেন্দ্র সিং জানিয়েছেন।এদিকে,গতকাল আরামবাগে দ্বারকেশ্বর নদীর পাড় উপচে বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। এরফলে আজ আরামবাগের সালেপুর-১ ও ২ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্ৰাম জল প্লাবিত। এছাড়াও আরামবাগ পৌরসভার ২,৩,১৮,১৯ ওয়ার্ডের বেশীরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট