ন্যাটমো দৃষ্টিহীনদের জন্য ডিজিটাল মানচিত্র তৈরি


রবিবার,২০/০৬/২০২১
339

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল অ্যাটলাস এবং থেম্যাটিক ম্যাপিং অরগানাইজেশন বা ন্যাটমো দৃষ্টিহীনদের জন্য ডিজিটাল মানচিত্র তৈরি করছে। ন্যাটমোর অধিকর্তা ডক্টর তপতী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এতদিন দৃষ্টিহীনদের জন্য ম্যানুয়াল পদ্ধতিতে মানচিত্র তৈরি করা হয়েছে। তাদের সুবিধার্থে ডিজিটাল পদ্ধতিতে ব্রেইল মানচিত্র তৈরি করা হবে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অনুমোদনে এই ডিজিটাল মানচিত্র তৈরীর জন্য বিদেশ থেকে যন্ত্র আনা হয়েছে। বর্তমানে সেই যন্ত্র ইনস্টলেশন এর কাজ চলছে। ব্রেইল মানচিত্র তৈরীর পর তা বিনামূল্যে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হবে। দেশের বিভিন্ন ভাষায় এই মানচিত্র তৈরি হবে বলে ডক্টর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট