করোনা সংক্রমণ-এর জেরে ব্লকের মহদীপুরের রামকেলি তে এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থানে মেলা বন্ধ থাকবে। ১৫ই জুন থেকে রামকেলি ধামে সাতদিন ব্যাপী শ্রীচৈতন্য মহাপ্রভু এর রাধাগোবিন্দ মদনমোহন-এর বার্ষিক উৎসব শুরু হবে তবে এবারে সব রকমের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উল্লেখ্য উত্তর-পূর্ব ভারত-এর একমাত্র মাতৃ পিণ্ডদান হয় রামকেলিতেই।
এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থানে মেলা বন্ধ
সোমবার,১৪/০৬/২০২১
609