জলের তোড়ে, পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে, অজয় নদের ওপর অস্থায়ী সেতুটি ভেসে যাওয়ায়, বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষ, সমস্যায় পড়েছেন। অজয়ের এক পাড়ে কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের শিবপুর গ্রাম, অপর পাড়ে বীরভূমের কেন্দুলি। শনিবার রাত থেকেই অজয়ের জল বাড়ছিল। গতরাতে অস্থায়ী সেতুটি ভেসে গেলে, দুই জেলার ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জলের স্রোত কিছুটা কমলে, ব্রিজ মেরামতির কাজে হাত দেওয়া হবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে।
জলের তোড়ে পশ্চিম বর্ধমানে অজয় নদের ওপর অস্থায়ী সেতু ভেসে বিপত্তি
সোমবার,১৪/০৬/২০২১
915