বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি নেতারা ?


সোমবার,১৪/০৬/২০২১
1018

বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি নেতারা। উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত রুখবে বাংলার মানুষ। বঙ্গভঙ্গ হতে দেব না। এভাবেই নবান্ন থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাচ্ছে সেখানকার বিজেপি সাংসদ বিধায়করা। বিজেপির এ ধরনের কাজের কড়া নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন মমতা বলেন বাংলাকে পরাধীন হতে দেব না। যারা বাংলাকে ভাঙতে চাইছে তাদের উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যদি মনে করে উত্তরবঙ্গের এক একটি জেলাকে বিক্রি করে দেবে অত সহজ নয়। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই।

রাজ্যে বিধানসভা নির্বাচনে চরম ভাবে বিপর্যস্ত হওয়ার পর বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি নেতারা মন্তব্য মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার প্রচুর কাজ করেছে বলে এ দিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আর এই ষড়যন্ত্রে বিজেপির কেন্দ্রীয় নেতারাও জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট