মানুষের হাতে ত্রাণ তুলেদিলেন এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম


রবিবার,১৩/০৬/২০২১
629

রাজপুর সোনারপুর পৌরসভার আন্তগত 30 নম্বর ওয়ার্ডে সকালে 500 জন মানুষের হাতে ত্রাণ তুলেদিলেন এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম এবং এলাকার কোডিনেটর সঞ্জিত কুমার চ্যাটাজি।। সাধারণ গরীব মানুষ, অটো চালক, রিকশা চালক, সব্জি বিক্রেতা, পথ চলতি মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো।। এই গরমের সময় রক্তের অভাব মেটানোর লক্ষে, ওয়ার্ডের নানা জায়গায় রক্তদানের আয়োজন করা হয়।। বিধায়ক জানান এই অতিমারির সময়ে এবং সব সময় মানুষের পাশে থাকতে অঙ্গীকারও করেন।। তৃতীয় বার এলাকার বিধায়ক হওয়ার জন্যে দলের কর্মীদের এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেক কেটে জয়ী হওয়ার আনন্দকে উজ্জাপন করেন।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট