দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার তৎপরতায় গতকাল মাদক উদ্ধারে জোড়া সাফল্য মিলেছে। একসাথে দুই জায়গাতে ধরা পড়ল নিষিদ্ধ মাদক। প্রথমত, বারুইপুর রেলমাঠের কাছে ১০০ গ্রাম পরিমাণ হেরোইন উদ্ধার হয়। বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। হেরোইনসহ এক দুষ্কৃতী গ্রেফতার হয়। দ্বিতীয়ত ২৮ কেজি গাঁজা’সহ জয়নগরের পদ্মেরহাটে গ্রেফতার দুই দুষ্কৃতী। বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাদক উদ্ধারে জোড়া সাফল্য
শনিবার,১২/০৬/২০২১
751