এবার টর্নেডো আছড়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার সাগর-এ। আজ সকালে এই টর্নেডোর আচমকা দাপট দেখা যায় সাগর দ্বীপে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকাই দেখা যায় মুড়িগঙ্গা নদীর ওপর একটা কালো মেঘের কুণ্ডলী, পাক খেতে খেতে নেমে আসায় সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। যদিও নদী থেকে আর স্থলভাগের দিকে এগিয়ে আসেনি টর্নেডো। ফলে, ঘরবাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগামীকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জেরেই এমন টর্নেডো বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এবার টর্নেডো আছড়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনায়
শুক্রবার,১১/০৬/২০২১
1006