উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ


রবিবার,০৭/০৬/২০১৫
609

বিকাশ সাহাঃ   উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ। বেকিডাঙ্গা এলাকারই বাসিন্দা  মৃত ব্যক্তির নাম বুধুরাম টুডু (৪৬)। এদিন সকাল ১১ টা নাগাত পেশায় দিন মজুর বধুরাম টুডু দুর্গাপুর থেকে সাইকেলে চেপে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদামুখী একটি ছোট গাড়ি বুধুরামের সাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বুধুরাম। এলাকাবাসীরা বেকিডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রনে আনার দাবীতে মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। বিক্ষোবকারীদের সঙ্গে কথা বলে প্রায় আধ ঘণ্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। ইটাহার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু দুরপাল্লার গাড়ি। প্রখর রোদ্র ও গরমের জেরে নাজেহাল হন সাধারণ নিত্য যাত্রীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট