বিজেপি হেস্টিংস অফিসে 54 টি বোমা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, বোম বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। রাজ্য সরকারের সিআইডি কলকাতা পুলিশ তারা কি করছিলেন। কেউ জানতে পারলেন না। এতগুলো বোমা একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে রাখা হয়েছে। প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন কে এনেছিলেন এই বোমা কেন বা রাখা হয়েছিল। হেস্টিংস অফিস কে ঘিরে বার বার কলকাতা পুলিশের সামনে বারবার আক্রমণ করেছে। তৃণমূলের দুষ্কৃতীরা তবে পুলিশ নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে। কোন ব্যবস্থাই তারা নেননি। পশ্চিমবঙ্গে একটি শিল্প ভালো চলে সেটা হচ্ছে বোম শিল্প।
বিজেপির হেস্টিংসের পার্টি অফিসের পাশে বোমা উদ্ধার
সোমবার,০৭/০৬/২০২১
544