দক্ষিণ দমদম পুরসভার দক্ষিনদাঁড়ির কনকচাঁপা বিয়েবাড়িতে সেফহোম গড়ে তোলা হল। বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এই সেফ হোম গড়ে উঠেছে। শুক্রবার এই সেফ হোমের উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎক জয়ন্ত বিশ্বাস, ওয়ার্ড কো-অর্ডিনেটর টিংকু ভার্মা প্রমুখ। সুজিত বসু বলেন, এই পুরসভা এলাকায় এই নিয়ে দুটি সেফ হোম তৈরী হল। আমরা চাই সবাই সুস্থ থাকুক।
বিয়েবাড়িতে সেফহোম গড়ে তোলা হল
শুক্রবার,০৪/০৬/২০২১
1244