করোনার সোয়াব টেস্টের ঘরের পাশে ব্যবহৃত সোয়াব টেস্টের স্টিক, ব্যাপক চাঞ্চল্য


মঙ্গলবার,০১/০৬/২০২১
745

নদীয়া-র কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে করোনার সোয়াব টেস্টের ঘরের পাশে ব্যবহৃত সোয়াব টেস্টের স্টিক এবং গ্লাভস স্তুপাকার হয়ে পড়ে থাকার ঘটনায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সংক্রমনের ভয়ে আতঙ্কিত রোগীর পরিবার। ওই ঘরের পাশেই রয়েছে রোগীর আত্মীয় স্বজনদের বসার ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন বলে অভিযোগ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট