করোনা সংক্রমণ প্রতিরোধে জারি থাকা কড়া বিধিনিষেধ এর মধ্যেই বিভিন্ন মহল থেকে অনুরোধ আসায় রাজ্য সরকার খুচরো ব্যবসা, তথ্যপ্রযুক্তি সংস্থা এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে বিধিনিষেধে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন খুচরো ব্যবসার ক্ষেত্রে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল সাতটা থেকে দশটা ছাড়াও খুচরো ব্যবসায়ীরা এই সময়ে দোকান খোলা রাখতে পারবেন।এছাড়াও দশ শতাংশ কর্মী নিয়ে তথ্যপ্রযুক্তি সংস্থা চালানো যাবে বলে তিনি জানিয়েছেন। কর্মীদের টিকাকরণের কাজ সম্পূর্ণ করলে যে কোন নির্মাণকারী সংস্থা সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন বলেও মুখ্যমন্ত্রী জানান।
বিধিনিষেধে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
মঙ্গলবার,০১/০৬/২০২১
870