জয়দীপ চক্রবর্তী: এবার CBI-এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হল সুবোধ কুমার জয়সওয়ালকে। তিনি ১৯৮৫ ব্যাচের IPS অফিসার। এর আগে মহারাষ্ট্র পুলিশ কমিশনার পদের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে CISF -এ ডিরেক্টর পদে বহাল তিনি। তাঁর নিয়োগের ২ বছর পর্যন্ত CBI-এর ডিরেক্টর পদের দায়িত্ব সামলাবেন এই IPS অফিসার। এই নিয়োগের জন্য দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।এরপরেই তাঁর নিয়োগের জন্য নোটিফিকেশন জারি হয়। সরকারি নির্দেশিকায় বলা হয়, প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রী সুবোধ কুমার জয়সওয়ালকে CBI এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হল। এর আগে এই দায়িত্ব পদ সামলেছেন ঋষিকুমার শুক্ল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই পদ খালি পড়ছিল। গতকাল এই পদের জন্য সুবোধ কুমার জয়সওয়াল, কে আর চন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভি এস কে কৌমুদী এই তিনজনকে বেছে নেওয়া হয়। পরে বাকি দুজনকে বাতিল করে সুবোধ কুমার জয়সওয়ালকে বেছে নেওয়া হয়। কারণ বাকিদের চাকরির ছয় মাস বাকি ছিল না। তাই তাঁদের পরিবর্তে বেছে নেওয়া হয় সুবোধ কুমার জয়সওয়াল।
CBI-এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হল সুবোধ কুমার জয়সওয়াল
বৃহস্পতিবার,২৭/০৫/২০২১
435