ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ৫১ টা বাঁধ ভেঙেছে।১৫ লক্ষ মানুষকে উদ্ধার করা গেছে।পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কোভিড অবস্থায় কাজ করছেন। গোটা বাংলা দুর্যোগ কবলিত। এখনও ৪ থেকে ৬ ঘন্টা প্রভাব থাকবে। ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা হবে। মমতা ববন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে অনুরোধ করেছি এখনই বাড়িতে না ফিরতে।যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।
Yaas Update: ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে
বুধবার,২৬/০৫/২০২১
865