হালিশহরে টর্নেডো। ৪০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪-৫ জন জখম। চুঁচুড়াতে একটা ঘটনা ঘটেছে। ৪০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে পান্ডুয়াতে। ১১ লক্ষ মানুষকে এখনও পর্যন্ত রেসকিউ করা হয়েছে। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন: ” হালিশহরে টর্নেডো হয়েছে। ৪০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪-৫ জন জখম। চুঁচুড়াতে একটা টর্নেডো ঘটনা ঘটেছে। ৪০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে পান্ডুয়াতে। ১১ লক্ষ মানুষকে এখনও পর্যন্ত রেসকিউ করা হয়েছে। কালকে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ সাবধানে থাকতে হবে। ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তা করবেন না। আমরা পাশে আছি। কাল দুপুরের দিকে ল্যান্ডফল হওয়ার কথা। বাড়িতেই থাকার চেষ্টা বরবেন। জীবন বাঁচাতে হবে সবার আগে। মনিটরিং চলছে নবান্ন থেকে। রাজ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।”
Yaas Update: হালিশহরে টর্নেডো
মঙ্গলবার,২৫/০৫/২০২১
3589