ঘূর্ণিঝড় ইয়াস-এর জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২শোর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি এলাকাতে প্রায় আড়াইশোটি দলকে কাজে নামানো হয়েছে। সমস্ত জেলা থেকে বিদ্যুৎ দপ্তর এর আধিকারিকেরা প্রতি ঘন্টায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠাচ্ছেন।কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দুটি করে দল গঠন করা হয়েছে।গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য থাকছে কুইক রেসপন্স টিম।জেলায় ২০ হাজার বিদ্যুতের খুঁটি পাঠানো হয়েছে।৪৫০টি ট্রান্সফর্মার ও ২৫৫ কিমি তার পাঠানো হয়েছে।জল সরবরাহ থেকে মোবাইল পরিষেবা চালু রাখার বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।
Yass Update: ঘূর্ণিঝড় ইয়াস-এর জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর
মঙ্গলবার,২৫/০৫/২০২১
762