যশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য


শুক্রবার,২১/০৫/২০২১
1380

১। যশের এই মুহুর্তের অবস্থান চেন্নাই থেকে একটা কাল্পনিক সরলরেখা এবং গঙ্গাসাগর থেকে একটা কাল্পনিক সরলরেখা আঁকা গেলে সেদুটি ঠিক যেখানে মিট করবে, সেখানে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে।
২। জলের মধ্যে ইতিমধ্যেই ঘূর্ণি তরঙ্গ তৈরি করছে অর্থাৎ তার শক্তি ক্রমশঃ বাড়ছে।
৩। ফর্মেশন বা গঠন ২২ তারিখ বিকালে সম্পূর্ণ হবে। অর্থাৎ তখন ডপলার রাডারে তার প্রকৃত চরিত্র ও শক্তি বোঝা যাবে।
৪। নিজের গঠন সম্পূর্ণ করে ২২ তারিখ বিকালের পর থেকে যশ স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। এই এগোনোর কাজটা সাড়ে তিন বা চার দিন ধরে হবে। অর্থাৎ যশ-এর ল্যান্ডফল ২৫ তারিখ মধ্যরাত থেকে ২৬ তারিখ ভোররাতের মধ্যে হবে।
৫। এখন ফর্মেশন রেডি নয়। তাই অভিমুখ পরিষ্কার নয়। তবু, প্রাথমিক অনুমান যশ ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবন অঞ্চলের কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে।
৬। ল্যান্ডফলের সময়ে তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার (আমফান ল্যান্ডফল করেছিল ১২১ কিলোমিটার গতিবেগে)।
৭। যশ-এর ব্যাপ্তি ১,৪০০ কিলোমিটার অর্থাৎ ল্যান্ডফল থেকে টেল এন্ড পর্যন্ত সে দীর্ঘক্ষণ তাণ্ডব চালানোর মতো আকার ও শক্তি নিয়ে আসছে। ঝড়খালি, কাকদ্বীপ, ক্যানিং, গোসাবা, পাথরপ্রতিমা, সন্দেশখালি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, বকখালিতে ল্যান্ডফলের সর্বাধিক প্রভাব পড়ার আশঙ্কা।
৮। উপরোক্ত অঞ্চলগুলিতে ২৪ তারিখ দুপুরের পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যাবে। উপকূলে উঁচু ঢেউ উঠতে শুরু করবে।

সূত্র: মৌসম ভবন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট