আজ মন্ত্রী সভার শপথ গ্রহণ অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ; ২০জন নতুন মন্ত্রী আমাদের মন্ত্রীসভায়। গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা প্রতিনিধিদের। মাহাতো, রাজবংশী সহ সব কমিউনিটির প্রতিনিধি আছেন। রাজ্যে সম্প্রীতি ঐক্যের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। একসাথে চলতে চাই আমাদের সরকার বিভেদ নয়। বিভিন্ন কর্পোরেট হাউজ তাদের বিল্ডিং দিয়েছে কোভিড হাসপাতাল গড়তে। কেন্দ্র কোন টাকা দিচ্ছে না। যে পরিমান অক্সিজেন পেয়েছি তার থেকেও আরও বেশি দরকার। ভ্যাকশিন কিনতে হচ্ছে, অনেক খরচ হচ্ছে। আরও ভ্যাকশিন চাই, পাচ্ছি না। যদি ৬৫% বাইরে চলে যাই ভ্যাকশিন তাহলে তো ব্যাবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকারকে তো ভাবতে হবে। এর জন্য তো পলিশি তৈরী করতে হবে। কোভিড সংক্রান্ত বিষয়ে কোন ট্যাক্স নেওয়া যাবে না। একদম লকডাউন না করে লকডাউনের মত করে আমাতের চলতে হবে। একেবারে লকডাউন করলে অনেকে বিপদে পড়বেন। ১০০ টা হাসপাতাল নিয়ে কাজ করছি। ভ্যাকশিন আমরা পেয়ে গেলে সকলকে ফ্রিতে দিয়ে দেবো।
২০জন নতুন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রীসভায়
সোমবার,১০/০৫/২০২১
860