সত্যের পথে


রবিবার,০৯/০৫/২০২১
4859

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

ফিরে এসো সত্যের পথে
ভুলো না সত্যের পথের আলো কে।
অন্ধকারে হারিয়ে ফেলিবে
তোমার সঠিক পথ।
পঙ্কে নিমজিত হলে
ফিরাবে কে?
ঈশ্বরের দেখানো আলোয়
দেখো ধরনীর সকল পথ।
ভুল নির্বাচনে ধবংস যে নিশ্চিত
দ্রুত ফিরে এসো মূল স্রোতে
নইলে ভেসে চলে যাবে আবর্জনার সাথে।
ফিরে এসো
পরিবর্তন করো।
অপদার্থ নেতা ও নিজেকে।
দেরি হলে
হারাতে হতে পারে মহা মূল্যবান সম্পদ।
এসো ফিরে আসি
সত্যের পথে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট