করোনা পরিস্থিতির জেরে এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে একেবারেই অনাড়ম্বর


মঙ্গলবার,০৪/০৫/২০২১
1039

বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জেরে এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে একেবারেই অনাড়ম্বর। আমন্ত্রিতের তালিকাও হচ্ছে একেবারেই ছোট। দলের নেতা মন্ত্রীদের মধ্যে আমন্ত্রিতের তালিকায় থাকছেন সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়। জানা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে ওই শপথগ্রহণ অনুষ্ঠানে। এটা বিরোধী দলগুলির পক্ষে আমন্ত্রিত তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সাংসদ দেব এবং শতাব্দী রায় আমন্ত্রিতের তালিকা থাকছেন বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট