করোনা মহমারি রুখতে আগামী ২৬ এপ্রিল থেকে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমনিতে কাজের দিনে মেট্রো চলাচল করে মোট ২৫৮টি। কিন্তু সোমবার থেকে এই সংখ্যাটা দাঁড়াবে ২৩৮ এ। শনি ও রবিবার কম চালানো হবে মেট্রো। শনিবার ২১৮টি ও রবিবার মাত্র ১০০টি মেট্রো চালানো হবে এমনটা জানা গেছে। একাধিক মেট্রো কর্মী ও চালক করোনা (Corona) পজিটিভ হওয়াতেই এই পরিস্থিতি। সোমবার থেকে মেট্রো সময়সূচিতে ও বদল আনা হয়েছে। সকাল ৮:৫৪ মিনিট থেকে সন্ধে ৭:০৪ পর্যন্ত আপ ট্রেন এবং ডাউনে ট্রেন চলবে সকাল ন’টা থেকে সন্ধে ৭:২৮ পর্যন্ত। শনিবার ৭-৮ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। রবিবার ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকে তাই সেদিন প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। জেনে রাখা দরকার তবে শুধু মেট্রো নয়, শহরতলির লাইফলাইন একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। যাত্রীবাহী রেলের পরিষেবা একেবারে বন্ধ হবে না বলে এমনটা জানা গেছে।
২৬ এপ্রিল থেকে কম চলবে কলকাতা মেট্রো
শুক্রবার,২৩/০৪/২০২১
888