পুরুলিয়া জেলায় ক্রমশ উর্ধমুখী কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ।২২সে মে পর্যন্ত জেলায় মোট সংক্রমণ ২২৭৬।শুধুমাত্র পুরুলিয়া শহরেই সংক্রমনের সংখ্যা ৫২৯।জেলার ২০টি ব্লক এলাকাতেই প্রতিদিন বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় একদিকে রাস্তায় নেমে পুলিশ চালাচ্ছে কড়া নজরদারি। অন্যদিকে পুরুলিয়া পৌরসভার উদ্যোগে পুরুলিয়া শহরে চলেছে শহর স্যানিটাইজের কাজ। নিতুড়িয়া থানার পুলিশের উদ্যোগে সকাল থেকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেখা হচ্ছে যাত্রী থেকে চালক মাস্ক নিয়ে বেরিয়েছেন কি না। মাস্ক না থাকলে মাস্ক হাতে দেওয়ার পর দেওয়া হচ্ছে কড়া ধমক।জেলার প্রতিটি প্রান্তেই চলছে পুলিশের এই কড়া নজরদারি। সাথে চলছে স্যানিটাইজ এবং করোনা সংক্রমনের সচেতনতার কাজ। তবুও করণা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তিত সাধারণ মানুষ থেকে জেলা প্রশাসন।
পুরুলিয়া জেলায় ক্রমশ উর্ধমুখী কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ
শুক্রবার,২৩/০৪/২০২১
625