বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের প্রচারে বরানগরের প্রগতি সংঘের মাঠে জনসভায় দিলীপ ঘোষ বলেন, শীতলকুচীর মৃত্যুর ঘটনায় মমতা দায়ী, মমতাকে নির্বাচনী প্রচার থেকে ব্যান্ড করা উচিত। না হলে এরকম ঘটনা আরো ঘটাবে। সাড়া জীবন উনি রক্তের হোলি খেলেছেন,ডেথ বডি নিয়ে রাজনিতি করেছেন।
“নির্বাচন কমিশনের উচিত মমতার রাজনৈতিক প্রচার ব্যান্ড করা” – দিলীপ ঘোষ
রবিবার,১১/০৪/২০২১
1133