ফের তৃতীয় দফা নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনিক পদে এক ঝাঁক বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন


সোমবার,০৫/০৪/২০২১
1001

ফের তৃতীয় দফা নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনিক পদে এক ঝাঁক বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি কে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে অমিত কুমার সিং কে। হুগলির চন্দননগরের ডিসিপি তথাগত বসু কে সরিয়ে ওই পদে আনা হয়েছে আইপিএস অফিসার অভিষেক মোদিকে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার মিঠুন দে র জায়গায় নতুন ডেপুটি সুপার হলেন শ্যামল কুমার মন্ডল। তিনি পশ্চিম মেদিনীপুরের (ডিইবি)র ডেপুটি সুপার ছিলেন। বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাউথ ডিভিশনের ডিসিপি জোন ২ পদে খড়গপুর রেল পুলিসের সুপার অবদেশ পাঠককে নিয়োগ করেছে কমিশন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ফলতা থানার আইসি অভিজিৎ হাইতকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর অতনু ঘোষালকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট