ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি প্রচার সারলেন। তার প্রচার ঘিরে এলাকায় উন্মাদনা ছিল তুঙ্গে। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। এর আগে তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার ছেড়ে দিয়ে এবছর নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শোভনদেববাবু। ইতিমধ্যেই তার প্রচার ঘিরে এলাকার মানুষের মধ্যে দারুন উৎসাহ দেখা যায়। এদিনের প্রচার থেকেও তার ব্যতিক্রম ছিল না। শোভন চট্টোপাধ্যায় বলেন তার জয় নিশ্চিত।
মমতা ব্যানার্জীর ছেড়ে যাওয়া ভবানীপুর বিধানসভা কেন্দ্রেবাড়ি বাড়ি প্রচার সারলেন শোভনদেব চট্টোপাধ্যায়
রবিবার,০৪/০৪/২০২১
921