অমিত শাহর সফরের আগে বিজেপি কে জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস


সোমবার,১৫/০৩/২০২১
1164

সোমবার ঝাড়গ্রামের সার্কাস ময়দান এ বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তার সফরের আগেই বিজেপিকে জোরে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শীতলপুরা গ্রামে বিজেপি দল ছেড়ে প্রায় ২০০ জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বিধানসভা কেন্দ্রের প্রার্থী দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল দত্ত ও উৎপল সেনাপতি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের নেতা তথা ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন অমিত শাহ কে অভিনন্দন জানানোর জন্য ওরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ।তার আগেই এভাবেই বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করবেন।

বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা লক্ষীকান্ত মুর্মু বলেন যে দলে কোন নীতি আদর্শ নেই, যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে, যে দলের নেতারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সেই দলে থেকে সেই দলের প্রার্থীকে ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। লোকসভা নির্বাচনে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঝাড়গ্রামে দাঁড়িয়ে বলেছিলেন ঝাড়গাম থেকে পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যার বারিপদা পর্যন্ত রেল লাইন তৈরি করা হবে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের বাজেট রেললাইনের কোনো উল্লেখ নেই। এরা মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেনা। নরেন্দ্র মোদি আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিল ।তাই আমরা দলে দলে বিজেপির পতাকা হাতে নিয়ে ছিলাম ।কিন্তু যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে তাতে আচ্ছে দিন এর বদলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসছে। তাই আমরা বাধ্য হলাম স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে বাংলার উন্নয়নের কান্ডারী শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু কে নয়াগ্রাম থেকে নির্বাচিত করার জন্য আমরা বাড়ি বাড়ি প্রচার শুরু করবো। বিজেপি কে নয়াগ্রাম থেকে আমরা উৎখাত করবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট