সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতায় বাড়ি বাড়ি প্রচার করেছেন বিজেপি প্রার্থী


রবিবার,১৪/০৩/২০২১
790

রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা অঞ্চলের চিড়াকুটি,বেনাগাড়িয়া বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো। সেখানে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।সেই সঙ্গে তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন,’ এই সরকারকে পরাস্ত করতে হবে। বাংলায় বিজেপি বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিজেপি বাংলা এলে সোনার বাংলা গড়ে তোলা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তাই তৃণমূলকে প্রত্যাখ্যান করতে হবে।’ এদিন তিনি প্রচারে গিয়ে ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান। গ্রামবাসীরা তাঁকে ফুল ছড়িয়ে শঙ্খ বাজে অভ্যর্থনা জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট