গত বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে বেরিয়ে আসার সময় কয়জন দুষ্কৃতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। গতকাল রাত থেকে গোটা রাজ্য জুড়েই দফায় দফায় চলছে রাস্তা ঘেরাও এবং বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে ঝাড়গ্রাম শহর মহিলা কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ শুরু হয়। তারপর উত্তেজিত তৃণমূল কর্মীরা রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে “বহিরাগত দূর হটাও” স্লোগান শুরু করে। প্রায় আধঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। অবরোধ শেষে ঝাড়গ্রামের শিবমন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিলেন তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা, জেলা যুব সভাপতি শান্তনু ঘোষ ও শহর যুব-সভাপতি উজ্জ্বল পাত্র, মহিলা নেত্রী কাজরি মিত্র সহ আরও অনেক নেতা কর্মীরা।
মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় শহরের পাঁচমাথা মোড়ে পথ অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ
বৃহস্পতিবার,১১/০৩/২০২১
669