স্ট্যান্ড রোডের অগ্নিকাণ্ড , ক্ষতির পরিমাণ অপরিসীম


মঙ্গলবার,০৯/০৩/২০২১
1902

স্ট্যান্ড রোডের অগ্নিকাণ্ড ইতিমধ্যে দমকল কর্মীদের আয়ত্তের মধ্যে এলোও তার ক্ষতির পরিমাণ অপরিসীম। যা ক্ষয়ক্ষতি হয়েছে তা সামলে উঠতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানা গেছে। অন্যদিকে যে সমস্ত দমকল কর্মী ও পুলিশকর্মীরা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে স্ট্যান্ড রোডের ওই বিল্ডিংয়ে কুলিং প্রসেস চলছে। দেখা হচ্ছে কোথাও আর কোন ফায়ার পকেট রয়েছে কিনা। দমকলকর্মীরা এখনো পর্যন্ত তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। দেখছেন কোথাও কোনো রকমের আগুনের বিন্দুমাত্র চিহ্ন রয়েছে কিনা ।এখনো পর্যন্ত সেখানে উপস্থিত রয়েছেন দলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত রাত দুটো নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছিল স্ট্যান্ডে রোডের ওই বহুতল বিল্ডিং-এ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট