ঝাড়গ্রাম :- জঙ্গলমহল জুড়ে হাতির দল দাপিয়ে বেড়ানো অব্যাহত রয়েছে। রবিবার মধ্যরাতে দলমা থেকে আসা ১৭ টি হাতির দল আচমকা ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর অঞ্চলের বামাল গ্রামে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দলহাতির মধ্যে ছিল একটি হস্তিশাবক। ওই হাতিটির শরীর অসুস্থ হয়ে পড়ায় বামাল গ্রামে একটি জমিতে রয়ে যায়। হাতির দল সকালে চলে গেলেও তবে ওই হস্তি শাবকটিকে ছেড়ে যায়নি হস্তিনী ও দলবল। যখন তখন আসছে ওই শাবক হাতিটির কাছে আবার চলে যাচ্ছে।বিষয়টি গ্রামবাসীরা বন দাপ্তরকে জানায়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। একদিকে হাতির দল যখন তখন এলাকায় ঢুকে পড়ছে। অন্য দিকে ওই হস্তিশাবকে ঘিরে রয়েছে হস্তিনী। তাই হাতির হামলার আশঙ্কায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
লালগড়ের বামাল গ্রামে অসুস্থ হস্তি শাবককে ঘিরে রয়েছে হস্তিনী ও দলবল!
সোমবার,০৮/০৩/২০২১
13519