তৃণমূলের প্রার্থী ঘোষণা হলো। মঞ্চে তখন উপস্থিত ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। ডেবরা উৎসবের শেষ দিনে মেলার মূল মঞ্চে একদিকে প্রার্থীর সমর্থনে প্রচার অন্যদিকে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে পা মেলালেন সাংসদ ও অভিনেতা দেব। নিজেদের কাছের প্রিয় সাংসদ অভিনেতা দেবকে মঞ্চে দেখে উচ্ছসিত এলাকার মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ দেব জানালেন, খুব ভাল এবং খুশির খবর যে মাননীয়া মুখ্যমন্ত্রী শিল্পীদের এই জায়গা করে দিচ্ছেন, তারাও আগামী দিনে মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, ২০২১ র বিধানসভার নির্বাচনে ফলের অপেক্ষা শুধুমাত্র আগামী দোসরা মে অবধি করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না অন্য কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজের নিরিখে অন্তত। আর কিছু জন আছেন যারা শুধু বাতেলা মারতে থাকেন।
প্রার্থীর সমর্থনে প্রচার অন্যদিকে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে পা মেলালেন সাংসদ ও অভিনেতা দেব
শনিবার,০৬/০৩/২০২১
9622