মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।ওই কর্মীসভাতে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সদস্য অনিল দাস ,উত্তম দত্ত ও সুমিতা বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনিল দাস তার ভাষণে বলেন সামনে বিধানসভা নির্বাচন তাই মহিলাদের বেশি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।রাজ্য সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে হবে।এবং বিজেপি ও বাম কংগ্রেস জোটকে পরাস্ত করার জন্যে দলীয় প্রাথীর সমর্থনে প্রচার করতে হবে।তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম দত্ত বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও হার্মাদ সিপিআইএমকে ঝাড়গ্রাম থেকে বিদায় জানাতে হবে।শান্তি ও উন্নয়নের প্রতীক তৃণমূল কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলনেত্রী যাকে প্রাথী করবেন তাকে জয়ী করার জন্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে তৃণমূলের প্রচার
মঙ্গলবার,০২/০৩/২০২১
865