আগামী 14 ই মার্চ থেকে পশ্চিমবাংলার শিল্পী সংসদের সত্তরোর্ধ্ব শিল্পী সংসদের কেন্দ্র পেনশন দেবে বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয় ।প্রথম পর্যায়ে 1000 জনকে এই পেনশন দেওয়া হবে। পরবর্তী সময়ে বাদবাকি শিল্পী সংসদের হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।পাশাপাশি তিনি জানিয়েছেন কেন্দ্রের মত বাংলাতে যদি বিজেপি শাসন চালু হয় তাহলে বিজেপি এই পেনশন ভাতা চালু করবে বলেও এদিন তিনি বক্তব্য রেখেছেন ।তাই আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যেন বিজেপিকে ভোট দেন সেই বিষয়ে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন রেখেছেন। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন শিল্পী সংসদ নানা রকম জায়গায় সংস্কৃতি মূলক কাজকর্ম করে বেড়ায়। তাদের পাশে থাকা দরকার বলেও তিনি জানিয়েছেন। তাই তাদের পাশে থাকার জন্যই এই পেনশন ভাতা চালু করা হচ্ছে বলেও এদিন তিনি জানিয়েছেন।
সত্তরোর্ধ্ব শিল্পী সংসদের পেনশন দেবে কেন্দ্র
মঙ্গলবার,০২/০৩/২০২১
2508