২৯৪ টি আসনেই প্রার্থীর নাম ঠিক করে ফেলেছেন মমতা ব্যানার্জি


সোমবার,০১/০৩/২০২১
2823

তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক শেষ। সোমবার কালীঘাটের বৈঠকে হাজির ছিলেন নির্বাচনী কমিটির ১২ সদস্য এবং দলনেত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, ২৯৪ টি আসনেই প্রার্থীর নাম ঠিক করে ফেলেছেন মমতা ব্যানার্জি। সম্ভবত মঙ্গলবার প্রথম এক বা দুই দফার তালিকা প্রকাশ করবেন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, মমতা ব্যানার্জির ভাই স্বপন ওরফে বাবুন ব্যানার্জিকে তৃণমূলের স্পোর্টস সেলের চেয়ারম্যান করা হয়েছে। এবার বাবুন ব্যানার্জিকে প্রার্থী করা হতে পারে বলে খবর।
বৈঠকে ঠিক হয়েছে, মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ৮০ বছরের বেশি ব্যক্তিদের এবার প্রার্থী করবেন না তৃণমূল। হাওড়া শিবপুরের জটু লাহিড়ি এবং দক্ষিণ হাওড়ার ব্রজমোহন মজুমদার, দু’জনেই ৮০ বছর পেরিয়ে গেছেন। তাই এই দু’জনকে এবার আর ভোটের লড়াইয়ে দেখা যাবে না।

এবার প্রার্থী তালিকায় রয়েছে বড়সড় চমক। তৃণমূল সূত্রের খবর, অন্তত ৪০ জন নতুন মুখ দেখতে পাওয়া যাবে এবার। নতুনদের মধ্যে থাকবেন অভিনয় থেকে খেলা, বিভিন্ন জগতের নামজাদারা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট